রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া গ্রামের ১০৭ বছর বয়সী বৃদ্ধা রাহেলা বিবি লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে এসেছিলেন মঙ্গলবার। ভোট দিয়েছেন পছন্দের প্রার্থীদের। মঙ্গলবার বেলা ১২টায় পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছেলের বউয়ের সহযোগিতায় ভোট দিতে আসেন রাহেলা বিবি। জীবনের শেষ প্রান্তে ভোট দিতে পেরে ভিষণ খুশি এই বৃদ্ধা। ভোট দেওয়ার পর লাঠিতে ভর করে স্বাচ্ছন্দ্যেই বের হয়ে যান তিনি।
ভোট কেন্দ্রটির প্রধান ফটকে সঙ্গে কথা হয় রাহেলা বিবির সঙ্গে। তিনি জানান, 'জীবনে অনেকবার ভোট দিয়েছি। দীর্ঘ ১০৭ বছরে প্রতিবারই ব্যালটে সীল মেরে ভোট দিয়েছি। জীবনের কখনও কোনো ভোট বাদ দিইনি। এই বয়সে লাঠিতে ভর করে ভোট দিতে পেরে অনেক ভালো লেগেছে। নিজের ভোট নিজে দিতে পেরেছি। ভালোভাবে ভোটটা দিছি। জানি না মরণের আগে আর ভোট দিতে পারব কিনা। তাই ভালোভাবেই একটা ভোট দিয়ে গেলাম।’
রাহেলার পাশেই দাঁড়িয়ে ছিলেন বড় ছেলের বউ। তিনি বলেন,'আজ ভোট দিতে আসার সময় শাশুড়ি আম্মার খুব আগ্রহ দেখলাম। তাই আমার সাথে নিজেই লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে এসেছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই আনন্দ পেয়েছেন।'
এ সময় ওই ভোটকেন্দ্রটি পরিদর্শনে এসেছিলেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। তিনি বলেন, 'ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। আর এই কেন্দ্রে রাহেলাই সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি বেলা ১২টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। বেলা ১২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে।'
বিডি প্রতিদিন/হিমেল