৮৭ বছর বয়স হলেও অন্যের কোলে চরে ভোট দিতে কেন্দ্রে আসেন সালেহা বেওয়া। এমনই এক দৃশ্য দেখা মেলে গাইবান্ধার সদর উপজেলার কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে।
পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি বেজায় খুশি। তিনি বলেন, 'জীবনে আর কখনো ভোট দিবার পামো কি না জানম না। তাই আজ ভোট দিবার আসছোম। এই ভোট মনে হয় মোর জীবনের শেষ ভোট। '
তিনি জানান, তার জন্ম ১৯৩৭ সালে, তার বাবার নাম কছিম উদ্দিন ও মায়ের নাম সরুকজান এবং তার বাড়ি কেন্দ্রের পাশেই কোমরপুর।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় নির্বাচন চলছে।
গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/হিমেল