নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে প্রতিবেশীর হাত ধরে ভ্যান চড়ে ভোট কেন্দ্রে আসেন জহিরুন খাতুন (৮২)। কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি মহাখুশি।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে আসতে কষ্ট হচ্ছিল বৃদ্ধা জহিরুন খাতুনের। ভোট দিয়ে জহিরুন খাতুনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি মহাখুশি। তিনি আরও বলেন, আগে উৎসব মুখরভাবে ভোট হতো। সবাই কেন্দ্রে ভোট দিতে আসতেন। এখন ভোটের দিন উৎসব দেখা যায় না। খুব কম মানুষ ভোট দিতে আসেন।
বিডি প্রতিদিন/হিমেল