‘প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি’ স্লোগান সামনে রেখে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ তথা সমাজে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর সাতমাথাস্থ শহীদ মিনারের পাদদেশে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাংকের সিটিজেন এনগেজমেন্ট অব সাউথ এশিয়ান মিশন রংপুর ওয়েলফেয়ার সেন্টার পরিদর্শন শেষে সাতমাথাস্থ শহীদ মিনারের পাদদেশে রংপুর ওয়েলফেয়ার সেন্টার এর কার্যক্রমের ভিডিও চিত্রের প্রদর্শন উপভোগ করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা, বিশ্বব্যাংকের সিটিজেন এনগেজমেন্ট অব সাউথ এশিয়ান মিশনের টিম লিডার মিস লিনা, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)আব্দুল মান্নান, রংপুর টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: নাজমুল হক,জেলা কর্মসংস্থন ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন, মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবীর, রংপুর ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত)আতাউর রহমানসহ বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।
উল্লেখ্য, প্রকল্পের মাধ্যমে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ এবং পুনর্বাসন তথা নগদ প্রণোদনা, আত্মকর্মসংস্থানের সহযোগিতা, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, ঋণ প্রাপ্তিতে সহযোগিতাসহ কাউন্সেলিং, দক্ষতা সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, কল্যাণমূলক অন্যান্য সহযোগিতার নিমিত্তে ৩০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে সারাদেশে ডিপিপি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ