দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।
মধ্যপাড়া পাথরখনি এলাকাবাসীর জন্য জিটিসি চ্যারিটি হোম এর সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সামনে জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এই শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেন জিটিসির নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।
বিডি প্রতিদিন/এএ