ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ৩ দিনের ভারি বৃষ্টিতে বান্দরবান জেলা সদরের একটি বেইলি ব্রিজ দেবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ২৮ মে সকাল থেকে জেলা সদরের ৪ মাইল পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে বান্দরবান থেকে রুমা এবং থানচি যাতায়াতের একমাত্র সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বান্দরবান-রুমা-থানচি-রোয়াংছড়ি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, বেইলি ব্রিজটি অনেক পুরনো হলেও ঝুঁকি নিয়ে বাস চলাচল করা যাচ্ছিলো। কিন্তু মঙ্গলবার হঠাৎ করে ব্রিজের এপার্টমেন্টের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ব্রিজটি প্রায় দেড় ফুট দেবে যায়। এর ফলে এ ব্রিজ দিয়ে বাস চালানো কোনভাবেই সম্ভব না হওয়ায় আমরা সাময়িকভাবে বান্দরবান-রুমা এবং বান্দরবান-থানচি রুটে বাস চলাচল বন্ধ রেখেছি।
বান্দরবান সড়ক বিভাগ বলেছে, এ সড়কটি সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়ন (ইসিবি) এর তত্ত্বাবধানে সংস্কার কাজ চলছে। বিষয়টি তাদেরকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল