ভোলা জেলার বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তিনজনের নিহতের খবর পাওয়া গেছে। জেলার দৌলতখান উপজেলার পৌর ২নং ওয়ার্ডে গাছ উপড়ে পড়ে ঘরের ভিতর চাপা পড়ে মাইশা নামে ৪ বছরের এক শিশু, লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ঘরের নিচে চাপা পড়ে মনেজা খাতুন নামের একজন বৃদ্ধের মৃত্যু হয় এবং সাচড়া ৬ নং ওয়ার্ড পঞ্চায়েত বাড়ীর জাহাঙ্গীর পঞ্চায়েত ৪৮ বছর বয়সের একজনের গাছের ডাল ভেঙ্গে পেটের ভিতর ঢুকে নিহত হন।
জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, জেলায় ঘূর্ণিঝড়ের রেমালের তাণ্ডবে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অতি জোয়ারে পানিবন্দি হয়ে আছেন কয়েক হাজার মানুষ। এখনো মেঘনা নদী উত্তাল থাকায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বেড়িবাঁধে। এতে করে বেড়িবাঁধ এলাকার মানুষ আতঙ্কিত রয়েছেন।
বিডি প্রতিদিন/এএ