সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে এবার ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এ সময়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিয়মিত শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা বর্জন করেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগসহ কয়েকটি বিভাগের একাধিক শিক্ষক তাদের ক্লাস নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জাবি শিক্ষক সমিতির সভাপতি ও আইবিএ বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নয়, এটা বাংলাদেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি। আমরা জাবি শিক্ষক সমিতির পক্ষ থেকে সব বিভাগের শিক্ষকদের আহ্বান জানিয়েছি যেন তারা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। সে অনুযায়ী তারা কর্মসূচি পালন করেছে। এখন কোন বিভাগের শিক্ষক যদি কর্মবিরতি পালন না করে সেটা তার ব্যক্তিগত বিষয়। এ পেনশন স্কিম যদি বাতিল না করা হয় তাহলে আমরা আরো কঠিন কর্মসূচিতে যাবো। আগামী ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে আমরা লাগাতার আন্দোলনে যাবো।
বিডি প্রতিদিন/এএ