ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে সিলমারা ব্যালট হাতে নিয়ে ছবি তুলে আটক হলেন ইয়াকুব আলী নামে এক ছাত্রলীগ নেতা। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।।
বুধবার সকালের দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিন চরসাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন ইয়াকুব আলী। ইয়াকুব ব্যালটে সিল মেরে গোপন কক্ষের সামনে দাঁড়িয়ে ব্যালট হাতে ছবি তুলেন। পরবর্তীতে তিনি সেই ছবি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ ছাত্রলীগ নেতাকে আটক করে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আহসানুল বারী ভূঞা বলেন, কেন্দ্রের ভিতরে বুথের সামনে সিলমারা ব্যালটের ছবি তোলার বিষয়টি জানার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইয়াকুব আলীকে আটক করা হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বলেন, ভোট কেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি তোলা বেআইনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এরপরও ওই ব্যক্তি কীভাবে মোবাইল ব্যবহার করছেন তা বোধগম্য নয়।
বিডি প্রতিদিন/এএ