রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের (আনারস) উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সদর উপজেলার মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ন্যায়বিচার ও ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রার্থী ইকবাল হোসেন কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন করেন।
তার প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের (হেলিকপ্টার) কর্মী-সমর্থকরা এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন ইকবাল হোসেন।
তিনি বলেন, দুপুরে আমি মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন গেলে হেলিকপ্টার প্রতীকের কর্মী-সমর্থকরা প্রশাসনের সামনে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়। এ কেন্দ্রের ভোটারদের রাস্তায় আটকিয়ে রাখা হয়েছে। তাদের কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না। নির্বাচনের পরিবেশ ফিরে না আসা পর্যন্ত আমি এখানে অবস্থান নিয়েছি।
মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, চেয়ারম্যান প্রার্থী কেন্দ্র পরিদর্শনে গেলে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। খবর পেয়ে বিজিবি’র সদস্যরাও উপস্থিত হয়েছে।
এ বিষয়টি চেয়ারম্যান প্রার্থী ডা. দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই