বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলম (২০) নামে এক প্রতিবন্ধী যুবক মারা যায়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় আরো ৩ জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরই ইউনিয়নের খাসনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির পাশের জমিতে গরু চড়াতে গিয়ে ঝড়ে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারের স্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন খোরশেদ আলম। এসময় তার চিৎকার শুনে বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫), মিজানুর রহমান (৩২)। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা খোরশেদ আলমকে মৃত ঘোষণা করে।
সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এনামুল হক এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম