নেত্রকোনার কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ আব্দুল কাইয়ুম (৬৫) হত্যা মামলার অন্যতম আসামি মো. মিনারুল ইসলাম ওরফে শামীমকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে র্যাবের কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রেন লীডার মো. আশরাফুল কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন নয়াপুর (চিনতলা) এলাকা থেকে অভিযান চালিয়ে র্যাব ১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ও র্যাব-১১, নারায়নগঞ্জের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী শামীম কেন্দুয়া বিষ্ণপুর গ্রামের মৃত জসিম উদ্দনের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ, গত ২৫ মে বিকালে আব্দুল কাইয়ুমের পতিত জমিতে শিশুরা বল খেলতে শুরু করে। এসময় বলটি অন্য একজনের জমিতে চলে গেলে আসামীরা বাধা দেয়। এ নিয়ে প্রতিবাদ করেন বৃদ্ধ আব্দুল কাইয়ুম। ঘন্টা খানেক পরে সন্ধ্যায় কান্দিউড়া ইউনিয়নের নতুন বাজারে যাওয়ার পথে বৃদ্ধ কাইয়ূমকে আসামী মিনারুল ইসলাম ওরফে শামীম (২৮) সহ অন্যান্যরা ধারালো রামদা, বল্লম, কাতরা, স্মৃতিয়া, রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রাদিতে সজ্জিত হয়ে বৃদ্ধ আব্দুল কাইয়ুমের উপর হামলা চালায়। এতে গুরুতর জখম হলে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পথিমধ্যে বৃদ্ধের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো, আব্দুল হাই (৬৭) বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ আরও ১০/১৫ জনকে অজ্ঞাত করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদেরকে আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায় এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএম