চাঁদপুর হাইমচরে মেঘনা নদীর চরভৈরবী এলাকায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ১০ জেলে আটক, ৫০ হাজার মিটার জাল ও ইঞ্জিনচালিত ২টি নৌকা জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে আটক ১০ জেলেকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে মৎস্য সংরক্ষণ আইনে এসব জেলের বিরুদ্ধে নৌপুলিশ মামলা দায়ের করে।
নীলকমল ফাঁড়ির ইনচার্জ জিএম নাসিম হোসেন জানান, মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ১০ জেলেকে আটক, ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত ২টি নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের বাড়ি বরিশাল জেলার হিজলা ও গৌরনদী উপজেলায়।
বিডি প্রতিদিন/এএ