ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২০ বোতল ফেনসিডিলসহ মসিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার জাউনিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির। গ্রেফতারকৃত মসিরুল ইসলাম ধনতলা ইউনিয়নের সমির উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, রাতে উপজেলার জাউনিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মসিরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবদ করা হলে সে মাদকের বিষয়টি স্বীকার করেন। পরে তার ঘরের চৌকির নিচে হইতে ২০ বোতল ফেনসিডিল বের করা হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিটি সময় অভিযান অব্যাহত রয়েছে। আমাদের এসপি স্যারের নির্দেশে প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান করছি। মাদক নিয়ে কোনো ছাড় নেই।
বিডি প্রতিদিন/হিমেল