'স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক ' এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলা মুজিবর রহমান ঢালি মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেনসহ প্রমুখ।
এ সময় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/এএম