ভাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ' ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত- এ- খুদা। শনিবার (৮ জুন) সকাল দশটার দিকে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত -এ-খুদা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তরুণ কুমার পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মামুন আল রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।জ সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি সেবা সংক্রান্ত গ্রহীতারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তাদের হাতে প্রিন্টিং মেশিন তুলে দেওয়া হয়। এছাড়া গুচ্ছগ্রামে বসবাসরত সুবিধা ভোগীদের ১০ টাকার বিনিময়ে ভূমির পর্চা সরবরাহ করা হয়।
বিডি প্রতিদিন/এএম