প্রধানমন্ত্রীর উপহারের ঘরের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে নেত্রকোনায় নতুন ঘর পাচ্ছেন ১১১ জন। ‘ক’ শ্রেণির একক গৃহ জেলার খালিয়াজুরী উপজেলায় ৯৬ টি ও কলমাকান্দা উপজেলায় ১৫ টির জমিসহ কবুলিয়াত ও নামজারি প্রদান করা হবে। এছাড়াও মুজিববর্ষের দেয়া আশ্রয়ন প্রকল্পের পুরনো ব্যারাকের সংস্কার করে বর্ধিত কলেবরে আরও ৬৬ টি ঘর প্রদান করা হবে। এগুলো আগামী ১১ জুন আনুষ্ঠানিকভাবে ভার্চুায়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেত্রকোনায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপের জমিসহ গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এসকল তথ্য জানান জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
শনিবার (৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো রাফিকুজ্জামান, উপজেলার নির্বাহী অফিসারগণ, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান, কমিটির সদস্য আলপনা বেগম, এম ফখরুল হক, খলিলুর রহমান শেখ ইকবাল, সুজাদুল ইসলাম ফারাস, সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক শ্যামসলেন্দু পালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা। এসময় নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।
ব্রিফিংয়ে জানা গেছে, জেলায় মোট ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ৩৯৪২ টি ঘরের মধ্যে বাকী ১১১ টি ঘর এবং ব্যারাকের ৬৬ টি ঘর প্রদানের মাধ্যমে পুরো জেলার ১০ উপজেলাই ভূমিহীন ও গৃহহীন হবে। ইতিমধ্যে ৯টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা হলেও হাওরাঞ্চলের খালিয়াজুরী উপজেলাই শুধু বাকি ছিলো। যা আগামী ১১ জুন প্রধানমন্ত্রী ভার্চুয়ালী উদ্বোধন করে ঘোষণা করবেন। এতে করে পুরো জেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হবে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/হিমেল