শরীয়তপুরের ভেদরগঞ্জে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে বেলায়েত মোল্লা (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত বেলায়েত মোল্লা একই এলাকার সেলিম মোল্লার ছেলে।
শুক্রবার (০৭ জুন) রাতে উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মহব্বত আলী মোল্লা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলায়েত মোল্লা পেশায় একজন রাজমিস্ত্রীর সহকারী। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ তারাবুনিয়া এলাকার একটি মাছের ঘেরের পাশে রান্নাঘর পাকা করার কাজ করছিলেন তিনি। এসময় অসতর্কতাবশত পাশে পড়ে থাকা একটি ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বেপারী বলেন, বেলায়েত রাজমিস্ত্রীর কাজ করছিল। সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমি এখনো এ বিষয়ে কোনো তথ্য পাইনি। খোঁজ নিয়ে দেখছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ