ময়মনসিংহের ফুলপুরে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য বিক্রির অপরাধে দুটি দোকানকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রির অপরাধে একটি মিষ্টির দোকানে জরিমানা করা হয়। এসময় একটি চালের দোকানেও জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে এসব দোকান থেকে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এসময় প্রসিকিউটর হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, অফিস সহকারী নাজমুল কবির, ফুলপুর থানার এসআই মোফাখখির ও পুলিশ ফোর্স তার সাথে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই