ঢাকা পঙ্গু হাসপাতালে স্বামীর চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে মাগুরার ঢাকা-খুলনা সড়কের জাগলা এলাকায় তাদের বহনকারী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে মিনুয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত মিনুয়ারা বেগম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা গৌরিনাথপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
এ সময় আহত হন অন্তত আরো ৭জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালে নিয়ে আসে। রবিবার রাত সাড়ে ৪টার দিকে মাগুরা সদর উপজেলা ফিলিং স্টেশনের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র শিকদার বলেন, রবিবার ভোর রাতে ঢাকা খুলনা মহাসড়কের জাগলা এলাকায় রোগী বহনকারী একটি এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত আরো অনেকেই। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম