গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়ক পারাপারের সময় সময় একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এ সময় শিশুটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম