রংপুরের বদরগঞ্জ উপজেলায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আয়নাল হক (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মালতোলা নদীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা একজন দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার লোহানীপাড়ার মালতোলা গ্রামের আশরাফের ছেলে আকতারুলের সম্প্রতিকালে একটি মোবাইল ফোন হারিয়ে যায়। একই গ্রামের আয়নাল হক ওই মোবাইল ফোনটি চুরি করেছে মর্মে তাকে দোষারোপ করে সোমবার রাতে তার বাড়িতে এসে হামলা করা হয়। এ সময় আয়নাল হক তাদেরকে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই মারা যান তিনি। এদিকে আয়নাল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা আসামীদের বাড়িতে হামলা চালিয়ে আকতারুরুল ইসলাম আকুকে (২৪) আটক করে পুলিশে দেয়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে মামলা করেছেন। ধৃত আসামি আকতারুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম