ময়মনসিংহের ফুলপুরে মাঠ পর্যায়ে কাজ শুরু করলো পুলিশ। প্রায় এক সপ্তাহ পর কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহার করে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে থানা ভবন থেকে বের হয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন তারা। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মহড়া দিতে বাসস্ট্যান্ড এলাকায় এসে উঠলে ছাত্র-জনতা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আমরা পুলিশ। আমরা জনগণের বন্ধু। আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই। পুলিশ-জনতা মিলে মিশে থাকতে চাই। সকলে মিলে আমাদের দেশটাকে এগিয়ে নিতে চাই। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে আমরা আগের মতো একসাথে কাজ করি। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনতা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ ফুলপুর থানা পরিদর্শন করেন। এর পরপরই তারা মাঠ পর্যায়ে কাজে বের হন।
বিডি প্রতিদিন/এএ