শেখ হাসিনার বিচার, সংখ্যালঘুদের ওপর হামলার প্রপাগান্ডা প্রতিরোধ, ফ্যাসিবাদী ব্যবস্থার অপসারণ, প্রশাসন ও বিচার বিভাগের সমতা নিশ্চিতসহ ৪ দফা দাবিতে রংপুরে প্রতিরোধ সপ্তাহ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আজ মঙ্গলবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিম আলম তাসিন, ইয়াসির আরাফাত, রাইসুল ফারুকসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নাই। এদেশ আমাদের সবার। শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে হিন্দু-মুসলিম শিক্ষার্থীরা একে অপরেরপাশে থেকে আন্দোলন করেছে। আমাদের দেশ সম্প্রীতির দেশ, এদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই। কিন্তু দেশের সংখ্যালঘু পরিবার নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এদেশের সংখ্যালঘু পরিবার নিরাপদ ও শান্তিতে রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল