সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসন ষড়যন্ত্রের বিরুদ্ধে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সামবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে ছাত্র আন্দোলনের সমন্বয়ক মীর ইখলাসের সভাপতিত্বে রাকিবুল ইসলাম রাকিব, হামিদুল হক সীমান্ত, বিবেকসহ অন্যান্যরা শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা কোটা আন্দোলনে ছাত্র-জনতার উপর পুলিশকে নির্বিচারে গুলি করে হত্যার হুকুম দেওয়ার অপরাধে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
বিডি প্রতিদিন/এএ