শেরপুরের নালিতাবাড়ী শহর সবুজায়ন করার লক্ষ্যে সড়কে বিভিন্ন জাতের গাছ রোপণ করলেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে পৌর শহরের দুইলেন সড়ক ও গোল চত্তর সহ দুইশত গাছ রোপণ করেন।
শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার নিজ নিজ বাড়ি থেকে ফুল ও বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছ এনে দুই লেন সড়কে রোপণ করেছেন শিক্ষার্থীরা।
এ ছাড়াও নালিতাবাড়ীতে শিক্ষার্থীরা ও বিভিন্ন সংগঠন যার যার অবস্থান থেকে স্বেচ্ছাশ্রেম কাজ করে যাচ্ছেন। এরমধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজারের দ্রব্যমূল্য পর্যবেক্ষণ, ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন, সেবার মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় করে আসছেন।
নালিতাবাড়ী ল্যঙ্গুয়েজ ক্লাব ও ইউনাইটেড ফর হিউম্যানিটি এর উদ্যোগের সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মাসুদ রানা ও উপজেলা কৃষি অফিসার মো.আবদুল ওয়াদুদ।
বিডি প্রতিদিন/নাজমুল