কেউ আকছে প্রতিবাদী উক্তি ‘৫২ দেখিনি ৭১ দেখিনি, ২৪ দেখেছি’ ‘ভয়ের দেয়াল ভাঙল এবার, জোয়ার এল ছাত্র জনতার’, আবার কেউ আঁকছেন লাল-সবুজের পতাকা, কেউ মানচিত্র, কেউবা আঁকছেন মুক্তি, সংগ্রামের প্রতিচ্ছবি, কেউ আঁকছেন শহীদ আবু সাইদ ও মুগ্ধর প্রতিকৃতি, আবার কেউ কেউ আঁকছেন সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা। আঁকা-আঁকিতে ব্যস্ত সবাই। মঙ্গলবার পিরোজপুর জেলা শহরের বিভিন্ন স্থানের দেয়ালে দেয়াল সারা দিনের চিত্র এটি। শিক্ষার্থীরা সকাল থেকে শুরু করে ব্যস্ত সময় পার করছে এসব গ্রাফিতি আঁকার কাজে।
আঁকা-আকিতে ব্যস্তশিক্ষার্থী সুমাইয়া হক জানান, তার আর্ট করার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন তারা করেছেন। এসব নিয়ে মনের ভেতর তাদের একটা উত্তেজনা কাজ করছে। সেখান থেকেই তারা শক্তি পাচ্ছেন। গ্রাফিতি আঁকার মাধ্যমে কলেজের দেয়ালগুলি রাঙানো হচ্ছে। রঙিন বাংলাদেশ গড়ার চেষ্টা তারা করছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মুসলমান হয়েও তারা হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করছেন। তিনি চান এদেশে যেন ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে।
শিক্ষার্থী ইসরাত জাহান ইভা বলেন, এদেশের মানুষ ১৬ বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। আমরা ছাত্ররা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে উদ্যমে দেশটাকে মুক্ত করেছি ঠিক সেভাবে আমাদের দেশটাকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া। বৈষম্যহীন একটা দেশ চাই আমরা। এজন্য আমাদের যে দাবি, আশা-আকাঙ্খা তা এই গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাষ্ট্র তৈরি করতে চাই। আমারা নতুনভাবে বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র তৈরি করতে চাই।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের পিরোজপুর জেলার প্রধান সমন্বায়ক মুছাব্বির মাহুমুদ সানি বলেন, কলেজের দেয়ালে রাজনৈতিক নেতাকর্মীদের পোস্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য হারাচ্ছিল। ওই সকল পোস্টার ও বিজ্ঞাপন অপসারণ করে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে লিখনি ও সচেতনতামূলক চিত্র আঁকছি। এতে করে কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। এ ছাড়াও আমরা উপজেলা শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পরে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ময়লা পরিষ্কার করছে। অন্যদিকে সড়কে দাঁড়িয়ে শৃঙ্খলা ফেরাতে ট্রফিক পুলিশের দায়িত্ব পালন করছি।
শিক্ষার্থীদের এসব কর্মকান্ডকেকে সাধুবাদ জানিয়ে পিরোজপুর জেলা উদীচী সভাপতি খালিদ আবু বলেন, পিরোজপুরে আগে দেয়ালে বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে থাকতে। শিক্ষার্থীরা সেগুলো মুছে দিয়ে সুন্দর সুন্দর অংকনের মাধ্যমে তাদের মনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে। দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তির জন্য ছাত্ররা চেষ্টা করে যাচ্ছে। তাদের অর্জন যেন বিনষ্ট না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
বিডি প্রতিদিন/এএম