শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষকদলের সদস্য সচিব মোনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোমিন খন্দকার সদস্য সচিব শামস মতিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এএ