চুয়াডাঙ্গায় উলামা পরিষদের গণসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফেজ, আলেমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফেতার ও আহতদের সুস্থতা কামনা এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে শহরের শহীদ হাসান চত্বরে এ গণসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী ও অতিথি ছিলেন জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী। গণসমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান গওহরী, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা জহুরুল ইসলাম আজিজি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি খালিদ সাইফুল্লাহ রুহী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের শিরায় শিরায় দুর্নীতি। আইন-শৃঙ্খলা ও প্রশাসনে দুর্নীতি। স্বৈরাচারী হাসিনা সরকার দেশকে দুর্নীতির রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে দেশকে মুক্ত করতে ইসলামী বিধান বাস্তবায়নের কোন বিকল্প নেই।
বিডি প্রতিদিন/এএম