বরিশাল নগরের ডাকাত সন্দেহে পিটুনিতে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। মৃত রাসিব আকন (১৯) বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী ইউনিয়নের হোসনাবাদ ছোপখালী গ্রামের বাসিন্দা ইউনুস আকনের ছেলে। রাসিব পেশায় গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক।
কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাত সন্দেহে শ্রমিক রাসিবকে পিটিয়েছে। পরে গুরুতর অবস্থায় থানায় নিয়ে আসে। অবস্থা গুরুতর দেখে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।
বিডি প্রতিদিন/এএম