ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহীর সাংবাদিকরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দড়িখরবোনা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্মমহাসচিব রাশেদ ইবনে ওবায়েদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সিনিয়র সাংবাদিক মাহামুদ জামাল কাদেরী।
বিডি প্রতিদিন/নাজমুল