কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার পাখিউড়া এলাকায় ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশু কামরুল হাসান ও তিন বছরের শিশু হোসাইন নামের আপন চাচাত দুই ভাইয়ের মৃত্যু ঘটেছে। বিকেলে উপজেলার দক্ষিণ চর সাজাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের আব্দুল আলিম ও নুরনবীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে কামরুল ও হোসাইন শিশু দুটি বাড়ির উঠানে খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে গিয়ে ডুবে নিখোঁজ হয়।পরে পরিবারের লোকজন কোথাও তাদের খুঁজে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের দুজনের ভাসমান মরদেহ ডোবাতে দেখতে পান। এরপর তাদের স্বজন ও স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে রাজিবপুর থানার ওসি সেলিমুর রহমান সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পৃথকভাবে দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।
বিডি প্রতিদিন/এএম