ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার শেরপুর প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম আজফার বাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল, দৈনিক তথ্যধারার চিফ রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ, মোহনা টিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের রহমান, মানবাধিকার সংগঠন আমাদের আইন ও শেরপুর জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে দৈনিক জনতার জেলা প্রতিনিধি জিএইচ হান্নান, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি জয়ন্ত কুমার দে, চ্যানেল২৪ টিভির ক্যামেরাপারসন নাঈম তালুকদার, দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, জেলা রক্তসৈনিকের সভাপতি মেহেদী হাসান শামীমসহ জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই