গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর বাইপাস সড়ক থেকে একটি র্যালি বের হয়ে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্ত্বর ও বাজার প্রদক্ষিণ করে।
পরে বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুজ্জামান শিপলু বকসি, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী কবীর চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, সদস্য রাসেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ