দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কক্সবাজারে কর্মরত সাংবাদিকেরা।
মঙ্গলবার বিকাল তিনটায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা সমাবেশে ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
কর্মসূচিতে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি আয়ুবুল ইসলাম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট সুনীল বড়ুয়া ও ডেইলি সানের প্রতিনিধি নেছার আহমেদ,নিউজ টোয়েন্টিফোরের সিয়াম সোহেল ছাড়াও এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, হিমছড়ি পত্রিকার সম্পাদক হাসানুর রশিদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাইন উদ্দিন হাসান শাহেদ, নিউ ন্যাশন পত্রিকার মো. জুনায়েদ, ৭১ টেলিভিশনের প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, এখন টিভির প্রতিনিধি মনতোষ বেদজ্ঞ, গাজী টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরো, চ্যানেল ২৪ এর প্রতিনিধি আজিম নিহাদ,এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন,আজকের দেশ-বিদেশ পত্রিকার চিফ রিপোর্টার মাহবুবুর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস্তে ফারুক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, চ্যানেল এস-এর প্রতিনিধি আজাদ, বাংলাদেশ প্রতিদিনের কুতুবদীয়া প্রতিনিধি মিজানুর রহমান, টিটিএন-এর আব্দুর রশিদ মানিক, কোহেলিয়া টিভির প্রতিনিধি বোরহান উদ্দিন রব্বানী,আফজারা রিয়া,সিসিএন-এর আজিমা ইমা,পেনোয়া নিউজের উম্মে হাবিবা সিরু, সাংবাদিক আয়াছুল সিফাত,রাহুল মহাজন, আয়াছ রনি,মো. হোছাইন, লোকমান হাকিম, এসএম রুবেল, আলমগীর হোসাইন, ফরহাদ, বিজয় ধরসহ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, সোমবার বিকালে ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অবস্থিত নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটালসহ বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
বিডি প্রতিদিন/একেএ