পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বুধবার (২১ আগস্ট) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আন্দোলন চলাকালীন সময় তাদের উপর হওয়া নানা নির্যাতনসহ তাদের নানা
অবিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া সবসময় স্বচ্ছ ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের সব ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন তারা।
এছারাও আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা। দেশের সার্বিক কল্যানে সাংবাদিক ও শিক্ষার্থী একসাথে কাজ করার অঙ্গিকার করেন তারা।
এসময় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মো. মুছাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমিন সাগর, জান্নাত রসনি এবং আসমা আক্তার মিতু সহ আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ