কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কুড়িগ্রাম এর 'বির্তক পরিষদ' কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পুলিশ লাইন্স এর হলরুমে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি শিক্ষক সুজিৎ কুমার রায় এর সভাপতিত্বে শিক্ষার্থীরা তাদের পক্ষে ও বিপক্ষে মনোমুগ্ধকর বির্তক উপস্থাপন করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের পরিদর্শক ও বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল আলম এবং পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল আলমসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এএম