ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা ও ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নারায়ণগঞ্জ শিবু মার্কেট ইসলামিক ফাউন্ডেশেনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশেনের উপপরিচালক মো. জামাল হোসেন।
সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানিয়ে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানান, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার লক্ষ্যে অতীতে ইসলামী আন্দোলন দেশবাসীর মতো ন্যায্য দাবির সাথে ছিল। বর্তমানে অতীতের মতো এখনও দেশের সার্বিক পরিস্থিতিতে ও গত ৫ আগস্টের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা পুলিশ লাইন, বিভিন্ন মন্দির পাহারা, রাতে এলাকা পাহারা, ট্রাফিকের কাজে সহায়তাসহ সেবামূলক কাজে জড়িত ছিল। ভবিষ্যতে ইসলামী আন্দোলন জনগণের যেকোনও ন্যায় দাবির সাথে দেশ গঠনে থাকবে।
তিনি আরও জানান, ইসলামী আন্দোলন ও ইসলামী ফাউন্ডেশন দেশ গঠনে যেকোনও কাজে একসাথে কাজ করতে রাজি আছে।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহানগরের সহ-সভাপতি নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল আলম।
বিডি প্রতিদিন/একেএ