গাজীপুরের শ্রীপুরে দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের ওপর দুর্ষ্কৃতকারীদের হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টি উপক্ষো করে শ্রীপুরের কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ করেন। পরে বৃষ্টির উপেক্ষা করেই মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বক্তারা দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বণিক বার্তার গাজীপুর প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নানের সভাপতিত্ব কালের কণ্ঠের গাজীপুর আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের শ্রীপুর সংবাদদাতা আব্দুস সালাম রানা, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান।
ওই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠ সাংবাদিক ফজলে মমিন আকন্দ, আমাদের সময়ের জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, প্রথম আলোর সাদিক মৃধা, দেশ রূপান্তরের রেজাউল করিম সোহাগ, ঢাকাপোস্টের শিহাব খান দৈনিক বাংলার মোতাহার খান, সময়ের আলোর মেহেদী হাসান লিটন, আমার বার্তার সাইফুল আলম সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ