ভারতে বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুুপুরে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ভোলা সরকারি কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা যুগীর ঘোল, উকিলপাড়া, বাংলাস্কুল মোড় হয়ে ভোলা প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়। পরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় আন্দোলনকারীরা ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
প্রতিবাদ সমাবেশের বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাহিম ইসলাম, আকবর হোসেন, সানজিদা, শিরিনা, বিজয়, তাহিয়াদ, বাবর জিদান, এ্যানি, সাকিব আহমেদ, মাহবুব আলম, রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ