বগুড়ায় শেখ হাসিনা, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৮০ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।
২০১৮ সালে শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ আলম সুজা হত্যা মামলা দায়ের করতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
আদালতের বিচারক সুকান্ত সাহা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে শিবগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ আলম ওরফে সুজাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরে ২ ফেব্রুয়ারি নওগাঁর রানিনগরে তার মরদেহ পাওয়া যায়। শাহ আলম সুজা শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ