কুমিল্লার দাউদকান্দিতে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে৷শনিবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন (৩০) পেশায় রং মিস্ত্রি ছিলেন। তিনি একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। সেসময় একদল দুর্বৃত্ত হামলা করে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেন বড়ুয়া বলেন, ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত বলা যাবে। কারা ঘটনার সাথে জড়িত এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বিডি প্রতিদিন/এএম