বাগেরহাটের মোংলায় পোর্ট পৌরসভা এলাকার ভাড়া বাসায় স্ত্রী আনিকা’র (২৩) মরদেহ রেখে গা ঢাকা দিয়েছেন তার স্বামী তুফান শেখ। এ ঘটনার পর সোমবার সকালে পৌরসভার মাদরাসা রোড এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করেছে মোংলা থানার পুলিশ। নিহত আনিকা খুলনার দৌলতপুরের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে ও একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের (৩০) স্ত্রী।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, তুফান শেখ তার স্ত্রী আনিকাকে নিয়ে মোংলা পোর্ট পৌরসভার মাদরাসা রোড়ের একটি বাসায় ৮ মাস ধরে ভাড়া থাকতো। সকালে অনিকার মামাকে তুফান ফোনে বলে আপনার ভাগ্নী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়ের মামা বাড়িতে এসে দেখে ঘরের দরজা বাহির থেকে সিকল দিয়ে আটকানো। সিকল খুলে দেখে তার ভাগ্নী ঘাটের উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলমতে মনে হচ্ছে পারিবারিক কলহের কারনে এটা একটি হত্যাকান্ড। তবে লাশ ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। অনিকার তাসনিম নামে পাঁচ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। স্বামী তুফান শেখকে আটকে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম