৩ অক্টোবর, ২০২৪ ২১:৫২

মাদারীপুরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

দশম গ্রেডের দাবিতে মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বৈষম্য নিরসরে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আহবায়ক জসিম বেপারী।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি দবিরুল ইসলাম, আশরাফুল আলম, ইসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা ও উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর