পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতে ইসলামীর যশোর শহর সাংগঠনিক জেলার উলামা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আবদুস সামাদ বলেন, ইসলামে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছু নেই। একটি গোষ্ঠী এটাকে পুঁজি করে স্বার্থ হাসিল করতে চায়। তিনি বলেন, মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে সব ধরণের সংস্কার করতে হবে যেখানে বৈষম্য, বিচারহীনতা ও জুলুম থাকবে না।
জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার উলামা বিভাগের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. অলী উল্যাহ, জাতায়াতে ইসলামীর যশোর শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসুল, সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক প্রমুখ।