গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার কালিয়াকৈর বাজারে বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডিজি রাব্বানি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম, গাজীপুর জেলা যুবদলে সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন বাবুল, উপজেলা আইন বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, সদস্য বাচ্চু সিকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/মুসা