ছয় দফা দাবিতে বগুড়ায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ রবিবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়ায় আইএইচটি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শেরপুর সড়ক অবরোধ করেন শতাধিক শিক্ষার্থী। প্রায় এক ঘন্টা সড়ক অবেরাধ করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন তারা।
আইএইচটি শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারী টেকনোলজিদের দশম গ্রেড ও স্নাতক ডিগ্রিধারী টেকনোলজিস্টদের নবম গ্রেড, বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা ও মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স প্রদান, ইর্ন্টানকালে উপযোগি ভাতা প্রদান।
বিক্ষোভ সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় শহরমুখি ও শহর থেকে শেরপুর উপজেলামুখি যানবাহন আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়। এসময় জরুরি রোগী পরিবহনের যানবাহন ও এ্যাম্বুলেন্স চলাচলে তারা সহযোগিতা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ