রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মাজেদুল ইসলাম (৪৪)। মাজেদুল উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজী পাড়া গ্রামের ধান ব্যবসায়ী। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, মাজেদুল তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সৈয়দপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলে আরোহী বদরগঞ্জের পলাশবাড়ি গ্রামের ফারুক। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম