বরিশাল নগরীতে মাদকসেবীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ায় বাবা ও তার দুই ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে নগরীর কাশিপুর ফিসারী রোডের কারিকর বিড়ি লেনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কারিগর বিড়ি লেনের মো. রফিকুল ইসলাম (৬৫), বড় ছেলে জহিরুল ইসলাম (৩৮) ও ছোট ছেলে জিয়াউল হক (৩৩)।
আহত জহিরুল ইসলাম জানান, তাদের বাসার পাশে নিয়মিত মাদক সেবন ও বিক্রি করেন কতিপয় যুবক। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়। এতে মাদকসেবী ও বিক্রেতারা ক্ষুব্ধ হন।
তিনি অভিযোগ করে জানান, জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে কয়েকজন মাদকসেবী ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন। হামলাকারীরা দুই ভাইকে বেধরকভাবে কুপিয়ে আহত করেন। তাদের রক্ষা করতে বাবা এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ আসার পূর্বে হামলাকারীরা পালিয়ে যান।
ঘটনাস্থল পরিদর্শনের পর এয়ারপোর্ট থানার এসআই অলক বলেন, তিনটি ছেলে আহতদের বাসার সামনে অবস্থান করছিল। নামাজ আদায় করে এসে বাবা-ছেলেরা তাদের গলিতে আসতে নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে বাবা ও দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। শুনেছি অন্য পক্ষও হাসপাতালে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে হামলাকারী কয়েকজনের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিডি প্রতিদিন/ইই