ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন লিটনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর এলাকা থেকে দৌলতখান থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইয়াছিন লিটনের বিরুদ্ধে ভোলা ও দৌলতখনা থানায় মারামারি, হত্যা চেষ্টা ও বিষ্ফোরক মামলা রয়েছে। এছাড়াও লিটন চেয়ারম্যানের নেতৃত্ব ভোলা-২ আসনের সাবেক এমপি হাফেজ ইব্রাহীমের গাড়ি বহরে হামলার অভিযোগ রয়েছে।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান বলেন, ‘দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন লিটনের বিরুদ্ধে পাছটি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।’
বিডি প্রতিদিন/এএম